জামালপুরের মেলান্দহ পৌর এলাকায় সড়কের পাশ থেকে এক যুবকের থেঁতলে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে আটটার দিকে পৌরসভার আধিপৌত এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৩০ থেকে ৩৫ বছর হতে পারে বলে ধারণা পুলিশের।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মইনুল ইসলাম নিউজবাংলাকে জানান, সকালে রাস্তার পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় ভারী কোনো যানবাহন চাপায় ওই যুবকের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
যুবকটির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।