সাতক্ষীরা শহরতলীর দহকুলা গ্রাম থেকে আবদুল আজিজ (৫৬) নামের এক দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১২টার দিকে নিজ বাড়ির পেছনের বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আজিজের স্ত্রী রোকেয়া খাতুন, ভাইপো নজরুল ইসলাম ও প্রতিবেশী জেহের আলীকে আটক করেছে।
আজিজের দুই ছেলে শফিকুল ইসলাম ও হাফিজুল ইসলাম জানান, তাদের বাবা সন্ধ্যার পর বাড়ির বাইরে যেতেন না। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাবাকে বাড়িতে না পেয়ে তারা সৎ মা রোকেয়া খাতুনের কাছে জিজ্ঞাসা করেন। তিনি কিছু বলতে না পারায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের বাঁশবাগানে বাবার গলাকাটা মরদেহ দেখতে পান তারা।
শফিকুল ও হাফিজুল আরও জানান, আজিজের কোনো শত্রু ছিল না। তবে দেড় বছর আগে সৎ মা রোকেয়ার সঙ্গে চাচাত ভাই নজরুলের সম্পর্কের জের ধরে বিরোধ হয়। পরে অবশ্য তা মিটে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মোবাইল কল লিস্ট যাচাই করে নিহতের স্ত্রীসহ তিন জনকে রোববার ভোরে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ময়নাতদন্তের জন্য আজিজের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।