বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুষ্টিয়ায় বিএনপি নেতার ভাইয়ের প্রতিষ্ঠানে হামলা

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২০ ০১:০১

এসবি সুপার ডিলাক্সের কুষ্টিয়ার অফিস ও কাউন্টারের সঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের ব্যক্তিগত অফিস রয়েছে। হামলার সময় তিনি অফিসে ছিলেন না।

কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের ভাই সিহাব উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান এসবি সুপার ডিলাক্সের মজমপুর অফিস ও কাউন্টার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন- দীপ্ত টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও ক্যামেরাপার্সন মো. হারুন।

দেবেশ চন্দ্র সরকার বলেন, ‘রাত ৯টার দিকে এস বি সুপার ডিলাক্সের দুটি কাউন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় আমরা ভিডিও করতে গেলে হামলার শিকার হই।

আহত ক্যামেরাপার্সন হারুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর দেবেশকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এসবি সুপার ডিলাক্সের কুষ্টিয়ার অফিস ও কাউন্টারের সঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের ব্যক্তিগত অফিস রয়েছে। হামলার সময় তিনি অফিসে ছিলেন না।

এসবি ডিলাক্সের মালিক সিহাব উদ্দিন বলেন, ‘আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় থানায় কোনো অভিযোগ করিনি। অভিযোগ করতে গেলেও পুলিশ তা নেবে না। এর বিচার আমি সৃষ্টিকর্তার কাছে ছেড়ে দিয়েছি।’

শুক্রবার রাতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের পর শনিবার শহরে বিএনপির কার্যলয় ভাঙচুর করে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যার পর বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের কাছে কে বা কারা গুলিও ছুড়েছে বলে অভিযোগ উঠেছে।  

এ বিভাগের আরো খবর