বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দিবস উদ্‌যাপন

  •    
  • ৫ ডিসেম্বর, ২০২০ ২৩:২০

শনিবার নগরের এশিয়ান এসআর হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবার মধ্যে দিয়ে মানুষের অর্থবহ অবদানের মাধ্যমে আরও বেশি সমন্বিত ও সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে চট্টগ্রামে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদ্‌যাপন করা হয়েছে।

শনিবার নগরের এশিয়ান এসআর হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান ছিলেন চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমএ ছালাম। তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবকরা দেশ গঠনের হাতিয়ার হিসেবে কাজ করেন। স্বেচ্ছাসেবকের মাধ্যমে আমরা মাঠে ময়দানে কাজগুলো সফল করতে পারি।’

তিনি আরও বলেন, করোনাকালে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকরা যেভাবে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করেছেন, তা সত্যি প্রশংসার দাবিদার। সামনের দিনগুলোতেও স্বেচ্ছাসেবকরা দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ঝাঁপিয়ে পড়বেন।

বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের সেক্রেটারি আব্দুল জব্বার, রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মনজুর মোর্শেদ ফিরোজ, সাফকাত জাহান, এইচ এম সালাউদ্দিন, মো. মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, সৈয়দ আদনান হোসাইন।

দিবসটি উপলক্ষে নগরের রেলস্টেশন এলাকায় দরিদ্র, ভাসমান মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ বিভাগের আরো খবর