মানিকগঞ্জের ঘিওরে ডলফিন অবমুক্ত না কারায় তিন ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সন্ধ্যায় ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আইরিন আক্তার এ দণ্ড দেন।
দণ্ডিতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল গ্রামের মো.জালাল উদ্দিন, মোহাম্মদ আলম ও মো.আনোয়ার হোসেন।
আইরিন আক্তার জানান, শুক্রবার রাতে দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের বাঘুটিয়া এলাকার যমুনা নদীতে মাছ শিকারের সময় বড়শিতে ডলফিনটি ধরা পড়ে। কিন্তু মাছটিকে নদীতে ছেড়ে না দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার সময় ঘিওর বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।
পরে জেলা প্রাণিসম্পদ অধিদফতর জীবিত অবস্থায় ডলফিনটিকে শিবালয় উপজেলার পাটুরিয়া ৪ নম্বর ঘাটে পদ্মা নদীতে অবমুক্ত করে।