কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।
শনিবার সন্ধ্যায় শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে পোস্ট অফিস মোড়ে সমাবেশ থেকে ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি জানানো হয়েছে।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের শিগগির গ্রেফতার করতে হবে।’
তিনি ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
সমাবেশ পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার।