কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চৌদ্দগ্রামের পূর্ব চাঁন্দিশকরা গ্রামের প্রয়াত আলী আহম্মেদ পাটোয়ারীর ছেলে ইয়াছিন আরাফাত পাটোয়ারী (২৮) ও তার বন্ধু কিং শ্রীপুর গ্রামের আবদুল মজিদের ছেলে ইমরান হোসেন রুবেল (২৭)।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে দুই বন্ধু ইয়াছিন ও রুবেল ভ্রমণের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। গভীর রাতে মহাসড়কের চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর সেতু এলাকায় তারা দুর্ঘটনায় পড়েন। এ সময় মোটরসাইকেল আরোহী দুই জন নিহত হন।চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একে এম শরফুদ্দীন জানান, শনিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেতুর নিচ থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। সড়কের পাশে পড়েছিল তাদের মোটরসাইকেল।
তবে কীভাবে তারা দুর্ঘটনার শিকার হন, তা জানাতে পারেননি তিনি।