বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেফ হোম থেকে পালানো এক তরুণীর সন্ধান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ ডিসেম্বর, ২০২০ ১৬:২৬

শুক্রবার ভোরের দিকে সেফ হোমের গ্রিল ভেঙ্গে ও প্রাচীর টপকে পালায় সাত তরুণী। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালী থানায় জিডি করেন সেফ হোমটির উপ-তত্ত্বাবধায়ক রোমেনা আক্তার।

ফরিদপুরে সেফ হোম থেকে পালিয়ে যাওয়া সাত তরুণীর মধ্যে একজনের সন্ধান মিলেছে।

শনিবার সকালে সদর উপজেলার বিল মাহমুদপুর থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার ভোরের দিকে গ্রিল ভেঙ্গে ও প্রাচীর টপকে পালায় ওই তরুণীরা। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সেফ হোমটির উপ-তত্ত্বাবধায়ক রোমেনা আক্তার।

শহরের টেপাখোলা এলাকার সোহরাওয়ার্দী লেক পাড়ে ‘মহিলা ও শিশু কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন’ নামের সেফ হোমটি পরিচালনা করে সমাজসেবা অধিদফতর।

সেফ হোম থেকে জানানো হয়, শুক্রবার ভোরে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য ঘুমিয়ে পড়েন। এ সুযোগে ওই তরুণীরা পালিয়ে যায়।

বিভিন্ন জেলা ও উপজেলা পুলিশ ভবঘুরে হিসেবে আটকের পর ওই তরুণীদের সেফ হোমটিতে পাঠায় আদালত।

ফরিদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনিল কর্মকার জানান, অন্য ছয় তরুণীকে উদ্ধারে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

সেফ হোমের উপ-তত্ত্বাবধায়ক রোমেনা আক্তার জানান, পালিয়ে যাওয়া তরুণীদের সন্ধানে পুলিশের পাশাপাশি সেফ হোম কর্তৃপক্ষও কাজ করছে।

ফরিদপুর সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক এএসএম আলী আহসান জানান, সেফ হোমটিতে উঁচু সীমানা প্রাচীর ও মোটা গ্রিল ছিল না। তবে এখান থেকে কখনও কেউ পালায়নি। এটাই প্রথম ঘটনা।

এ বিভাগের আরো খবর