বগুড়ায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ মামলায় আসামি ইউপি মেম্বার ফজলুল হককে গ্রেফতার করা হয়েছে।শনিবার বগুড়া সদর থেকে সকালের দিকে তাকে গ্রেফতার করা হয় বলে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।এ আগে বৃহস্পতিবার ভোরে ঢাকার সাভার থেকে আরও দুই জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন-আব্দুল মান্নান ও সাথী খাতুন। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।মামলায় বলা হয়, ১৬ জুলাই সিরাজগঞ্জের কাজীপুর নানার বাড়িতে যাওয়ার সময় ওই কিশোরীকে জোর করে অটোরিকশায় তুলে নেন বখাটে হিসেবে পরিচিত মাসুদ ও ফজলুল হক। এর এক মাস নয় দিন পর সিরাজগঞ্জ থেকে মেয়েটিকে উদ্ধার করে তার বাবা ও এলাকার মানুষ।১২ আগস্টে ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় মাসুদ ও ফজলুল ছাড়া আরও পাঁচ জনকে আসামি করা হয়। তারা হলেন- আবদুল হাই, আবদুল মান্নান, রুবেল হোসেন, সাথী খাতুন ও রুবিয়া খাতুন।ওই কিশোরীর মা অভিযোগ করেন, ‘তদন্ত কর্মকর্তা মামলা বা পুলিশের কাছে মেম্বার ফজলুল হকের নাম বলতে নিষেধ করেছেন। আমাকে নানাভাবে হুমকিও দিয়েছেন। তবে আমার মেয়ে বার বার বলে আসছে, তাকে মাসুদ ও স্থানীয় মেম্বার অপহরণ করেছিল।’এ ছড়া কিশোরীর বাবা-মা অভিযোগ করে বলেন, মামলা তুলে নেয়ার জন্য তাদের কাছ থেকে সাদা কাগজ সই নেয়া হয়। এসব অভিযোগের পর গত মঙ্গলবার রাতেই তদন্ত কর্মকর্তা আহসানুল হককে প্রত্যাহার করে নেয়া হয়। পরে মামলার তদন্তভার দেয়া হয় ওসি কৃপা সিন্ধু বালার ওপর।
অপহরণ করে ধর্ষণ: সেই মেম্বার গ্রেফতার
মামলায় বলা হয়, ১৬ জুলাই সিরাজগঞ্জের কাজীপুর নানার বাড়িতে যাওয়ার সময় ওই কিশোরীকে জোর করে অটোরিকশায় তুলে নেন বখাটে হিসেবে পরিচিত মাসুদ ও ফজলুল হক। এর এক মাস নয় দিন পর সিরাজগঞ্জ থেকে মেয়েটিকে উদ্ধার করে তার বাবা ও এলাকার মানুষ।
এ বিভাগের আরো খবর/p>