কক্সবাজারের উখিয়া থানা এলাকা থেকে সাড়ে তিন হাজার ইয়াবা বড়িসহ এক রোহিঙ্গা মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১২টার দিকে আজিজ উল্লাহ (৪৭) নামের ওই মাঝিকে গ্রেফতার করা হয়।
তিনি উখিয়ার থাইনখালী ঘোনাপাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। থাইনখালী ঘোনাপাড়া ক্যাম্প ব্লক এ/১৭-এর প্রধান মাঝি তিনি।
পুলিশ জানায়, মাদক বিক্রির উদ্দেশ্যে এক রোহিঙ্গা উখিয়া থানা সংলগ্ন এলাকায় অবস্থান করছে, তাদের কাছে এমন তথ্য ছিল। এর ভিত্তিতে পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়।
এ সময় আজিজের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়। পরে তার কাছে সাড়ে তিন হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ মঞ্জুর মোরশেদ বলেন, মাদক আইনে মামলার পর আজিজকে কারাগারে পাঠানো হয়েছে।