বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বরিশালে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩৫

  •    
  • ৫ ডিসেম্বর, ২০২০ ১০:২২

দুই প্রার্থীর সমর্থকরা রাত নয়টার দিকে সংঘর্ষে জড়ায়। তারা পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ এসে তাদের থামানোর চেষ্টা করলে উভয় পক্ষ পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়া শুরু করে। তাদের ক্যাম্প ভাঙচুর করে।

বরিশালের মেহেন্দিগঞ্জে ইউনিয়ন প‌রিষদের (ইউপি) দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ ৩৫ জন আহত হয়েছে।

শুক্রবার রাত নয়টার দিকে মে‌হে‌ন্দিগ‌ঞ্জের দ‌ক্ষিণ উলা‌নিয়ার লালগঞ্জ বাজা‌রে এই ঘটনা ঘ‌টে।

১০ ডিসেম্বর উলা‌নিয়া ইউপিতে নির্বাচন হ‌বে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান জানান, হামলাকারীরা পুলিশের অস্থায়ী ক্যাম্পেও ভাঙচুর করেছে। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪৬টি ফাঁকা গুলি ছুড়েছে।

স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার বিকেলে আচরণবিধি ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রুমা সরদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিষয়টি নিয়ে উল্লাস প্রকাশ করেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল হালিম মিলনের সমর্থকরা।

স্থানীয়রা আরও জানান, এ নিয়ে দুই পক্ষ রাত নয়টার দিকে সংঘর্ষে জড়ায়। তারা পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ এসে তাদের থামানোর চেষ্টা করলে উভয় পক্ষ পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়া শুরু করে। তাদের ক্যাম্প ভাঙচুর করে।

ওসি আবিদুর জানান, ইটের আঘাতে পুলিশের ছয় থেকে সাত জন আহত হয়েছেন। তাদের মধ্যে সহকারী উপপরিদর্শক মো. সোহেল, কনস্টেবল রাজিব ও জাহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। থানায় কোনো মামলা হয়নি।

বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর