অভিযানে ১৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মাস্ক ছাড়া চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে ঘুরতে যাওয়ায় ১১৭ পর্যটককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের পাঁচ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পতেঙ্গা সৈকতে এ অভিযান চালান।
অভিযানে ১৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘বিনোদন কেন্দ্রগুলোতে মানুষ স্বাস্থ্যবিধি না মেনে নিজেদের ঝুঁকিতে ফেলছেন। অধিকাংশ মানুষ মাস্ক না পরে ছবি তোলায় ব্যস্ত। এসব কারণে ওই পর্যটকদের অর্থদণ্ড দেয়া হয়েছে।’
অভিযানে অংশ নেয়া জেলা প্রশাসনের পাঁচ নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন উমর ফারুক, আশরাফুল আলম, মিজানুর রহমান, গালিব চৌধুরী ও এসএম আলমগীর।