বিজয়ের মাসে দেশের সব জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের দাবি জানিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ।
শুক্রবার সকালে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান ক্ষমতাসীন দলের নেতারা।
জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সেটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে স্থানীয় পৌর পার্কে শেষ হয়।
পরে সেখানে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, জেলা যুবলীগের সভাপতি জিএম সাহাবুদ্দিন আজম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, জেলা আইনজীবী বার সমিতির সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, ‘ধর্মের নামে ভুল বুঝিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে জনমনে বিভ্রান্তি যারা তৈরি করছে, তাদের আইনের আওতায় আনা হোক। পাশাপাশি বিজয়ের মাসে দেশের সকল জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হোক।’