বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চা দোকানিকে গলা কেটে হত্যা

  •    
  • ৪ ডিসেম্বর, ২০২০ ১৮:১১

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাকে বলেন, ‘বেলা ১১টার দিকে একটি কলাবাগানে লিটনের গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লিটন মিয়া (২৭) নামের এক চা দোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হিরকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ কলাবাগান থেকে মরদেহ উদ্ধার করে গাইবান্ধার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

লিটন মিয়া গোবিন্দগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নের ভাগদড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি চা বিক্রি করতেন।

লিটনের বাবা আশরাফ আলী জানান, বৃহস্পতিবার রাতে দোকান করে লিটন আর বাড়ি ফেরেনি। সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে তিনি মরদেহ শনাক্ত করেন।

তিনি অভিযোগ করেন, লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িতদের খুঁজে বের করে সর্ব্বোচ শাস্তির দাবি জানান তিনি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাকে বলেন, ‘বেলা ১১টার দিকে একটি কলাবাগানে লিটনের গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

‘দুর্বৃত্তরা কুপিয়ে ও গলাকেটে হত্যার পর মরদেহ কলাবাগানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।’

লিটনের পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ঘটনা তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসাদুজ্জামান, গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান ও (ওসি, তদন্ত) আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিভাগের আরো খবর