বরগুনায় নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মনিরুজ্জামান মনির বরগুনা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।
বৃহস্পতিবার ভোর রাত চারটার দিকে তাকে শহরের মাছবাজার ব্রীজ সংলগ্ন এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে এক তরুণী থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন।
মামলায় বলা হয়েছে, মনিরের ফাস্টফুড ও কসমেটিকসের দোকান থেকে ওই তরুণী নিয়মিত কেনাকাটা করতেন। ওই দিন রাত সাড়ে নয়টার দিকে পাওনা টাকা চাইতে তরুণীর বাসায় আসেন মনির। বাড়িতে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু তরুণী চিৎকার শুরু করলে মনির ভয়ে স্যান্ডেল ফেলে ‘টিনের দরজা ভেঙে’ পালিয়ে যান।
ওসি শহীদুল ইসলাম জানান, শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।