চরের মাটি কাটা অবস্থায় ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়। মাটি বহনে ব্যবহার করা একটি ট্রলারও জব্দ করা হয়।
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটায় ১৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজের ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার তাদের এক বছর করে কারাদণ্ড দেয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস।
হিজলার চর দুর্গাপুর লঞ্চঘাটের পূর্ব পাশে জেগে ওঠা চর থেকে দীর্ঘদিন ধরে মাটি কেটে বিক্রি করে আসছিল একটি চক্র। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার নৌ পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালান ইউএনও।
অভিযানে চরের মাটি কাটা অবস্থায় ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়। মাটি বহনে ব্যবহার করা একটি ট্রলারও জব্দ করা হয়।