বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

  •    
  • ৪ ডিসেম্বর, ২০২০ ১৬:০১

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, মাহফুজার রহমান অনেকদিন ধরে ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে তাকে কারাদণ্ড দেয়া হয়।

ঠাকুরগাঁওয়ে নারীকে উত্ত্যক্ত করায় মাহফুজার রহমান (২৯) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, স্থানীয় এক নারীকে উত্ত্যক্ত করায় মাহফুজারকে আটক করে স্থানীয়রা। তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনকে জানালে তিনি পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন।

অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাহফুজারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান, অনেক দিন ধরেই ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন মাহফুজার। এরই পরিপ্রেক্ষিতে তাকে কারাদণ্ড দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো খবর