বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, হাসপাতালে ১০

  •    
  • ৪ ডিসেম্বর, ২০২০ ১৫:৫৪

মসজিদ কমিটির ক্যাশিয়ার নিয়োগ দেয়া নিয়ে কয়েক মাস ধরে আলমডাঙ্গার বাবুল হোসেন ও মিজানুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার এ নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার আলমডাঙ্গা বাজারে এ সংঘর্ষ হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, মসজিদ কমিটির ক্যাশিয়ার নিয়োগ দেয়া নিয়ে কয়েক মাস ধরে গ্রামের বাবুল হোসেন ও মিজানুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল।

শুক্রবার সকালে এ বিষয় নিয়ে তাদের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনায় আহতদের মধ্যে সাত জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও অন্য তিন জনকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এ বিভাগের আরো খবর