বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের খড়কী ধোপাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
যশোরে শুক্রবার ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। তার নাম আব্দুর রহমান। বাড়ি সদরের পার খাজুরা এলাকায়।
বেলা সাড়ে ১১টার দিকে শহরের খড়কী ধোপাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খালিদ হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মোটরসাইকেলের চালকের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স দেখে তার পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় মামলা হবে।