গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ ছাত্র মোহাম্মদ জোবায়ের হোসেন (১৭) নিহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্রীপুরের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জোবায়ের ময়মনসিংহের পাগলা থানাধীন লংগাইর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। সে ময়মনসিংহের কান্দিপাড়া এলাকার আব্দুর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, জোবায়ের শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে মোটরসাইকেলে ময়মনসিংহের পাগলা থানা এলাকায় যাচ্ছিল। এমসি বাজার এলাকায় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জোবায়ের মারা যান। চালক গাড়িটি নিয়ে পালিয়ে গেছে।