কিশোরগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা হয়েছে।
কিশোরীর মা কিশোরগঞ্জ মডেল থানায় এই মামলা করেন। এতে মুমিন মিয়া নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
তার বাড়ি সদর উপজেলার উত্তর কুড়েরপাড় গ্রামে। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।
এজাহারে বলা হয়, কিশোরীটিকে বুধবার বিকেলে কৌশলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন মুমিন। মেয়েটি বাড়ি গিয়ে তার মায়ের কাছে বিষয়টি জানায়।
বুধবার রাতেই পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে আসামি মুমিন পলাতক।
তবে তার বাবা মফিজউদ্দীন নিউজবাংলাকে জানান, তার এক নাতিকে বিদেশে পাঠানোর কথা বলে কিশোরীর বাবা পাঁচ বছর আগে পাঁচ লাখ টাকা নিয়েছিলেন। এই লাখ টাকা যাতে ফেরত দিতে না হয়, সে কারণেই তার ছেলের নামে এই সাজানো মামলা করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।