ভারত থেকে সরাসরি জ্বালানি তেল আনতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সোনাপুকুর এলাকায় পাইপ লাইন স্থাপনের কাজ বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আবু বকর ছিদ্দীক।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিপিসির পরিচালক (অপারেশন) সৈয়দ মেহেদী হাসান, ভারতের নুলাইবাড়ী রিফাইনারী লিমিটেডের কান্ট্রি ম্যানেজার রাংকিশান খংগয়ের, ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্সশিপ পাইপলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক টিপু সুলতান, পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহফুজুল আলম, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান প্রমুখ।
পার্বতীপুর কেন্দ্রীয় তেল ডিপোর পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন প্রকল্পের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
২০২২ সালের জুনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। কাজটি শেষ হলে ভারতের নুমালীগড় থেকে প্রায় ১৩১ কিলোমিটার পথে পাইপের মাধ্যমে বাংলাদেশের পার্বতীপুর ডিপোতে সরাসরি জ্বালানি তেল আনা হবে।