বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঠাকুরগাঁওয়ে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

  •    
  • ৩ ডিসেম্বর, ২০২০ ১৯:২৫

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ইউসুফ আলীর সঙ্গে প্রতিবেশী আবুল কাশেমের বিরোধ চলছিল। ২০০৫ সালের ১৭ মে সকালে ইউসুফ আলী দলবল নিয়ে আবুল কাশেম নারদকে ব্যাপক মারধর করেন। এতে ঘটনাস্থলেই মারা যান আবুল কাশেম।

ঠাকুরগাঁওয়ে আবুল কাশেম নারদ নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে প্রতিবেশী ইউসুফ আলীকে (৪০) যাবজ্জীবন সশ্রম করাদণ্ড দিয়েছে আদালত।

মামলার অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বি এম তারিকুল কবীর এ রায় দেন।

সাজা পাওয়া ইউসুফ আলী ঠাকুরগাঁও সদর উপজেলার খাগড়াবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ইউসুফ আলীর সঙ্গে প্রতিবেশী আবুল কাশেমের বিরোধ চলছিল। ২০০৫ সালের ১৭ মে সকালে ইউসুফ আলী দলবল নিয়ে আবুল কাশেম নারদকে ব্যাপক মারধর করেন। এতে ঘটনাস্থলেই মারা যান আবুল কাশেম।

নিহত আবুল কাশেমের ছেলে সোহেল আলম আকাশ সাত জনকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন।

খালাস পাওয়া ব্যক্তিরা হলেন, খাগড়াবাড়ি গ্রামের আলাল উদ্দীন ওরফে আলাল (৫০), ছুটকু (৭০), সিরাজ উদ্দীন ওরফে শিরু (৩৩) ও মকবুল হোসেন (৪০)।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আব্দুল হামিদ। আসামি পক্ষে ছিলেন রেজাউল করিম ও মাসুদ রানা।

এ বিভাগের আরো খবর