সাভারে সিমেন্ট মিক্সার ট্রাকের ধাক্কায় বেসরকারি সংস্থা গ্রামীণ শক্তির এক কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সাভার-মিরপুর আঞ্চলিক সড়কের খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর পরই স্থানীয়রা ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়েছেন।
নিহত আমিনুল ইসলাম (৩০) কুমিল্লা জেলার লালমাই থানার আব্দুল মজিদ মিয়ার ছেলে। তিনি গ্রামীণ শক্তি কলমা শাখার ম্যানেজার।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম নিউজবাংলাকে জানান, বৃহস্পতিবার দুপুরে সাভার-মিরপুর সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে কলমা যাচ্ছিলেন আমিনুল ইসলাম। এ সময় খাগান এলাকায় আকিজ সিমেন্ট কোম্পানির একটি সিমেন্ট মিক্সিং ট্রাক আমিনুলের মোটরসাইকেলটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে।
তখন ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়েন আমিনুল। এতে ঘটনা স্থলেই প্রাণ হারান তিনি।
সাইফুল ইসলাম আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও গা ঢাকা দিয়েছেন চালক। তাকে ধরতে অভিযান চলছে।