কুমিল্লার চান্দিনায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে চান্দিনা থানা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পৌর যুবলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন, চান্দিনা যুবলীগের নেতা হিসেবে পরিচিতি শাহিন আলম, ছাত্রলীগ কর্মী রাসেল ও ৩ নম্বর ওয়ার্ড ছাত্র লীগের ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম নাঈমসহ কয়েকজন।
তারা জানান, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আলী আশরাফ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর সমর্থকরা মিছিল বের করে। শোডাউন বের করে বতর্মান মেয়র মফিজুল ইসলামের সমর্থকরাও। থানা এলাকায় উভয় পক্ষের সমর্থকরা মুখোমুখি হলে মিছিল থেকে মফিজুলের অনুসারীদের ওপর হামলা হয়।
এ বিষয় মফিজুল ইসলাম নিউজবাংলাকে জানান, ‘বর্ধিত সভায় যোগ দিতে আমার নেতাকর্মীরা মোটরসাইকেলে আসছিল। থানা এলাকায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা পেছন থেকে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
চান্দিনা থানার ওসি শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ নিউজবাংলাকে বলেন, দুই পক্ষের সংঘর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।