রাঙ্গামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির সময় তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।
নিহত নয়ন চাকমা (৩৫) নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের বাজেছড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ কর্মকর্তা তাপস রঞ্জন ঘোষ নিউজবাংলাকে বলেন, ‘বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর টহল দলের ওপর গুলি চালায় ইউপিডিএফ সদস্যদের একটি দল। আত্মরক্ষার্থে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই নয়ন মারা যান।’
তার কাছ থেকে একটি এসএমজি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
এদিকে ইউপিডিএফের এক বিবৃতিতে অভিযোগ করা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যদের অতর্কিত গুলিতে নিহত হন নয়ন চাকমা।