বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুদের টাকার জন্য পিটিয়ে হত্যার অভিযোগ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ ডিসেম্বর, ২০২০ ১৮:১৬

লোহাগড়া উপজেলায় সুদের টাকার জন্য বিল্লাল বিশ্বাস (৫৫) নামে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নড়াইলের লোহাগড়া উপজেলায় সুদের টাকার জন্য বিল্লাল বিশ্বাস (৫৫) নামে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দিঘলিয়া গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

বিল্লাল ওই গ্রামের ইশারত বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, সুদের শর্তে ট্রাকচালক বিল্লাল বিশ্বাস প্রতিবেশী বাবু খাঁর কাছ থেকে এক বছর আগে ৬০ হাজার টাকা এবং কালু খাঁর কাছ থেকে তিন লাখ টাকা ঋণ নেন। দুজনের আসল টাকা পরিশোধ করা হয়েছে। দুপুরে সুদের টাকা চাইতে গিয়ে বাবু খাঁ ও কালু খাঁর সঙ্গে বিল্লালের হাতাহাতির ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের অভিযোগ, হাতাহাতির কিছু সময় পর বাবু ও কালু লোকজন নিয়ে বিল্লালকে বেধড়ক পিটিয়ে হত্যা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, বিল্লালের মরদেহ বিকেলে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কালু খাঁকে আটক করা হয়েছে।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মশিউর রহমান জানান, বিল্লালের মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিভাগের আরো খবর