জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের বলাশপুর এলাকা থেকে চার জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এরা হলেন, আকরাম হোসেন, জুয়েল মিয়া, মাকসুদুল হক রনি ও মানসুর উদ্দিন প্রহর।
র্যাব জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সদস্য।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এর গণমাধ্যম কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ জানান, নগরীর বলাশপুর এলাকায় ‘আল্লাহর দলে’র কিছু সদস্য একত্রিত হয়ে নাশকতার উদ্দেশ্যে বৈঠক করছে বলে গোপনসূত্রে খবর পায় র্যাব। মঙ্গলবার বিকেলে ওই এলাকায় অভিযান চালানো হয়।
তিনি জানান, র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চার জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, নগদ টাকা ও মোবাইল সেট জব্দ করা হয়।জোনাঈদ আফ্রাদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতার ব্যক্তিরা। তারা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতার পরিকল্পনা করছিল বলেও জানান তিনি।
গ্রেফতারদের বৃহস্পতিবার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফারুক হোসাইন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। একইদিন তাদেরকে ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।