নড়াইলে মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬৩ বছর বয়সের ফরিদ বিশ্বাস।
মৃত ফরিদ জেলার কালিয়া উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা।
নড়াইল কারাগারের কারাধ্যক্ষ মাহাবুব কবির জানান, চলতি বছরের ১৪ আগস্ট ফরিদ বিশ্বাস একটি মাদক মামলায় ছয় মাসের সাজা পেয়ে কারাগারে আসেন। বৃহস্পতিবার ভোরে বুকে ব্যথা অনুভব করলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কারাগারের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, হৃদরগে আক্রান্ত হয়ে ফরিদ বিশ্বাস মারা গেছেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মশিউর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন বলেন, মৃতের সুরতহাল প্রতিবেদন হাসপাতালে পাঠানো হয়েছে।