টাঙ্গাইলের বাসাইলে বৃহস্পতিবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মাদ্রাসার এক শিশু ছাত্রী নিহত হয়েছে।
টাঙ্গাইল-বাসাইল সড়কের বিয়ালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়েছেন।
নিহত ছাত্রীর নাম সুরাইয়া আক্তার (১০)। সে উপজেলার বিয়ালা গ্রামের সলিম ভূঁইয়ার মেয়ে।
বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন নিউজবাংলাকে জানান, উপজেলার বিয়ালা গ্রামের একটি মাদ্রাসা ছুটির পর প্রথম শ্রেণির ছাত্রী সুরাইয়া টাঙ্গাইল-বাসাইল সড়কের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় টাঙ্গাইলগামী অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত আরেকটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে সুরাইয়াকে চাপা দেয়।
তিনি আরও জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুরাইয়াকে মৃত ঘোষণা করেন।