সাভারের আশুলিয়ায় পোশাককর্মীকে অ্যাসিডে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী রঞ্জু মিয়াকে আটক করেছে পুলিশ। পরে মামলা হলে তাকে গ্রেফতার দেখানো হয়।
রিমা ও রঞ্জু উভয়ের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ থানায়। তারা দুই বছর আগে প্রেম করে বিয়ে করেন। কিন্তু বনিবনা না হওয়ায় তিন মাস আগে রিমা তার স্বামীকে তালাক দেন।
পরিবারের অভিযোগ, তালাক দেয়ায় ক্ষুব্ধ হন রঞ্জু। এর জেরই রিমাকে অ্যাসিডে ঝলসে দিয়েছেন তিনি। রিমার চিৎকার শুনে স্থানীয়রা রঞ্জুকে আটক করে।
দগ্ধ রিমাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।
রিমার বড় ভাই পোশাকশ্রমিক রনি শেখ জানান, রঞ্জু তার প্রথম স্ত্রী ও সন্তানের কথা না জানিয়ে রিমাকে বিয়ে করেন। ওই ঘটনা রিমা জানার পর তাদের মধ্যে কলহ শুরু হয়।
তিনি আরও জানান, ছাড়াছাড়ি হওয়ার পরেও রঞ্জু রিমাকে নানাভাবে বিরক্ত করতেন।
রনি বলেন, ‘আমরা সঠিক বিচার চাই। গরীব মানুষ বইলা গার্মেন্টেসে চাকরি কইরা খাই। এই অবস্থাটা যে করল, আমার বোইন ক্যামনে কাজ কইরা খাইব?’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, রিমার শরীরের অন্তত ৩০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
গ্রেফতার রঞ্জু পুলিশি পাহারায় গণস্বাস্থ্য কেন্দ্রে আছেন।
বৃহস্পতিবার বিকেলে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে বলেও জানান এসআই ইকবাল।