কক্সবাজারের টেকনাফ উপজেলায় হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ ১৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ এক ট্রাক চালককে আটক করেছে। পুলিশ ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে।
আটক চালকের নাম বেলাল উদ্দিন (২৫)। তিনি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বাসিন্দা ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে নয়াপাড়া এলাকায় হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি মালবিহীন ট্রাক থামিয়ে তল্লাশি করা শুরু করেন। এ সময় ট্রাকের চালক পালানোর চেষ্টা করেন।
তখন দায়িত্বরত এএসআই জসিম উদ্দিন, নায়েক জাহিদ আলম, কনস্টেবল মাহফুজুর রহমান, ওমর ফারুক ও শামসুল আলম ধাওয়া করে তাকে আটক করেন।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গাড়ি তল্লাশি করে চালকের পেছনের আসনে রাখা বাজারের ব্যাগ থেকে ১৯ হাজার ৫৫০ পিস ইয়াবা ও ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৫৮ লক্ষ ৬৫ হাজার টাকা।
হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জসিম উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ কক্সবাজার-টেকনাফ মহাসড়কে কক্সবাজারগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে ১৯ হাজার ৫৫০পিস ইয়াবা উদ্ধার ও ট্রাকচালককে আটক করেছে। তারা ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে।
আটক চালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।