চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে তার দুলভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার শেরপুর রোডের মানিক টাওয়ার থেকে বুধবার বিকেলে ছবুর মিয়াকে (৩৫) গ্রেফতার করে সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল ইসলাম জানান, শিশুটি তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। গত ১৪ নভেম্বর দুপুরে দুলাভাই ছবুর মিয়া তাকে প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে ক্ষিরা ক্ষেতে নিয়ে যৌন নিপিড়নের চেষ্টা চালায়। এক পর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়ে।
পুলিশ জানায়, শিশুটির মা-বাবা যৌন নিপীড়নের বিষয়টি বুঝতে পেরে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এক পর্যায়ে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওসিসিতে স্থানান্তর করা হয়। কিছুটা সুস্থ হলে শিশুটিকে বাড়িতে আসে তার মা বাবা।
এ ঘটনায়, গত ২৮ নভেম্বর শিশুর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় ছবুর মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে ছবুর মিয়াকে আটক করে পুলিশ।