নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবুল কাশেম মাঝি (৬০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শফিক মিজিকে (৬৫) পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার চরজব্বর ইউনিয়নের ইমানআলী বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আবুল কাশেম মাঝি চরজব্বর ইউনিয়নের চরপানা উল্যা গ্রামের বাসিন্দা।
গ্রেফতার করা শফিক মিজি একই এলাকার বাসিন্দা।
স্থানীয় কয়েকজন ও পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে নামাজ শেষে মসজিদ থেকে যাওয়ার পথে আবুল কাশেম মাঝিকে ছুরিকাঘাতে জখম করেন একই এলাকার শফিক মিজি। গুরুতর আহত অবস্থায় কাশেম মাঝিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক শফিক মিজিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।