জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বুধবার দুপুরে অজ্ঞাতনামা ওই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বুধবার দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উপজেলার সাত পোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তাহের নিউজবাংলাকে জানান, সকালে আদ্রা আলিম মাদ্রাসার কাছে ডোবায় মরদেহটি দেখতে পায় এলাকাবাসী। পরে তিনি পুলিশে খবর দেন।
সরিষাবাড়ী থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম জানান, লোকটির (৪৫) মুখমণ্ডল বীভৎস হয়ে গেছে। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।