গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা সংলগ্ন নলজানি এলাকায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। বুধবার ভোরে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন থানার এসআই মোস্তফা কামাল জানান, নিহত যুবকের নাম মামুন (৪০)। তিনি ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার ম্রিগালী গ্রামের আতাউর রহমানের ছেলে।
এসআই মোস্তফা কামাল জানান, চান্দনা চৌরাস্তার সিয়াম সিএনজি ফিলিং স্টেশনের পূর্বপাশে নলজানী এলকায় জয়দেবপুর চৌরাস্তা সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ভোর ৫টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি জানান, নিহতের পেট-পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মামুন ছিনতাইকারীর কবলে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই পুলিশ কর্মকর্তা।