কুমিল্লার বরুড়া উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্রসহ (এলজি) এক যুবককে আটক করেছে র্যাব।
বুধবার ভোরে র্যাব ১১ এর একটি দল গইনখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আক্তার হোসেন মাসুদ বরুড়া উপজেলার গইনখালি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতার মাসুদ ওই অস্ত্র দিয়ে এলাকায় চাঁদাবাজী, টেন্ডারবাজীসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘র্যাব মাসুদকে আমাদের কাছে সোপর্দ করেছে। আমরা থানার আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার আদালতে পাঠাব।