বুধবার দুপুরে ডবলমুরিং থানার পাহাড়তলী ঝর্ণাপাড়া এলাকার জোড় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে ডবলমুরিং থানার পাহাড়তলী ঝর্ণাপাড়া এলাকার জোড় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, ‘ডেবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। মৃত্যুর কারণ ও পরিচয় জানার চেষ্টা চলছে।’