সাতক্ষীরার সাত উপজেলায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ৯ লাখ মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন।
বুধবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ‘আমার মাস্ক, আমার সুরক্ষা’ কর্মসূচির উদ্ভোধনী অনুষ্ঠানে এ কথা জানান জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
উদ্ভোধনী অনুষ্ঠানের পর একটি মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, ‘এই কর্মসূচির অংশ হিসেবে জেলার ৭৮টি ইউনিয়ন ও দুটি পৌর সভার সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হবে।’
এসএম মোস্তফা কামাল আরও বলেন, ‘সাতক্ষীরার সাত উপজেলার সব ইউনিয়নে স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে শতভাগ মাস্ক নিশ্চিত করার ঘোষণা দেয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সংগঠনের হাতে বিনামূল্যে মাস্ক বিতরণও করা হয়েছে। মাস্ক সচেতনতায় ক্যাম্পেইন চলছে।’
তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাস্ক ছাড়া ঘুরাফেরা করা, দোকানে মাস্ক বিহীন পণ্য বিক্রি করা এবং স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।’
সভায় বক্তারা জানান, সাতক্ষীরায় মার্চ হতে ডিসেম্বর পর্যন্ত মোট ১৪১৩টি ভ্রামান্য আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৩৫৮০টি মামলায় ৫৪ লক্ষ ৩৪ হাজার ৪৭৯ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। ডিসেম্বরের শুরুতে পরিচালিত মোট ৫টি ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৯টি মামলায় ১০ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।