বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রংপুর সুগার মিল বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

  •    
  • ২ ডিসেম্বর, ২০২০ ১৬:০২

বিক্ষোভকারীরা জানান, রংপুর সুগার মিলে এক হাজারের মতো শ্রমিক-কর্মচারী রয়েছেন। মিলটি বন্ধ হলে এসব শ্রমিকের পেটে লাথি দেয়া হবে। 

লোকসানের অজুহাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের একমাত্র শিল্প প্রতিষ্ঠান রংপুর সুগার মিল বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক, কর্মচারী ও আখ চাষীরা।

বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ আঞ্চলিক সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরে মিল গেটে একটি সমাবেশ করেন তারা।

ঘণ্টাব্যাপী চলা এ অবরোধে যানবাহন আটকে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

বিক্ষোভকারীরা জানান, সারাদেশে ছয়টি সুগার মিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলে ১ হাজারের মতো শ্রমিক-কর্মচারী রয়েছে। মিলটি বন্ধ হলে এসব শ্রমিকের পেটে লাথি দেয়া হবে। 

সুগার মিল শ্রমিক-কর্মচারী ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাইবান্ধার গোবিন্দগঞ্জ একটি বন্যা কবলিত ও মন্দা এলাকা। এ জেলায় একটি মাত্র ভারি শিল্প হচ্ছে রংপুর সুগার মিল। আখ মাড়াইয়ের সময় পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ মিল চালু করছেন না। শ্রমিক কর্মচারীদের কয়েক মাসের বেতনও বকেয়া রয়েছে। এ সময় মিলটি বন্ধ হলে শ্রমিকদের কষ্টের সীমা থাকবে না। ইতিমধ্যে বিষয়টি নিয়ে শ্রমিক ও কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজ করছে।’

মিলটি বন্ধের সিদ্ধান্ত বাতিল করা না হলে পরবর্তীতে বৃহত্তম আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

 

এ বিভাগের আরো খবর