বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাইকেলে হাজার কিমি পাড়ি দিয়ে টেকনাফে ১০০ সেনা

  •    
  • ১ ডিসেম্বর, ২০২০ ২৩:৪৫

মুজিববর্ষ উপলক্ষে সেনাবাহিনীর ১১ নারীসহ ১০০ সেনা সদস্য গত ৮ নভেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে সাইকেলে রওনা দেন টেকনাফের উদ্দেশ্যে।

হাজার কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়ে সেনাবাহিনীর ১০০ সদস্য পৌঁছেছেন কক্সবাজারে টেকনাফে।

মুজিববর্ষ উপলক্ষে সেনাবাহিনীর ১১ নারীসহ ১০০ সেনা সদস্য গত ৮ নভেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে সাইকেলে রওনা দেন টেকনাফের উদ্দেশ্যে।

মঙ্গলবার দুপুর আড়াইটায় টেকনাফ মেরিন ড্রাইভের জিরো পয়েন্টে পৌঁছালে নানা শ্রেণি-পেশার মানুষ তাদের স্বাগত জানান।  

সেখানে সেনাবাহিনীর উদ্যোগে ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০ ফ্ল্যাগ ইন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন রামু সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. শফিউল আলম।

মেজর আসিফ মাহমুদের নেতৃত্বে সাইক্লিস্ট দলটি বিভিন্ন জেলা ঘুরে ২৪ দিন পর টেকনাফে পৌঁছাল।

ফ্ল্যাগ ইন প্রোগ্রামের মাধ্যমে সেখানে দলটিকে স্বাগত জানান রামু ১০ সেনানিবাসের আটিলারি বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ওমর সাদি।

তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর উপর অর্পিত দায়িত্ব যেখানে যখন যেভাবে প্রয়োজন হবে দেশের সার্বিক কল্যাণে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সফলতার সঙ্গে পালন করা হবে।’

সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কালকে মুজিববর্ষ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই আয়োজনের অংশ সাইক্লিং এক্সপেডিশন।

সাইক্লিস্ট টিমের লিডার মেজর আসিফ মাহমুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের মাধ্যমে জাতির পিতার প্রজ্জ্বলিত শিখার আলোয় সমগ্র বাংলাদেশকে উজ্জীবিত করাই এই সাইক্লিং এক্সপেডিশনের উদ্দেশ্য।’

মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন সমাপ্তের ঘোষণা দেন রামু ১০ ডিভিশনের ব্রিগেডিয়ার ওমর সাদি। মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশনের সমাপনী অনুষ্ঠান হবে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো খবর