বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছোট ভাইয়ের কোদালের আঘাতে খুন

  •    
  • ১ ডিসেম্বর, ২০২০ ২২:৪৫

সোমবার রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে কৃষ্ণ সিংহের মৃত্যু হয়। কমলগঞ্জ থানায় কৃষ্ণ সিংহের মেয়ে রমা সিনহা চাচা লাল মোহন সিংহের (৩০) বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর থেকে লাল মোহন স্বপরিবারে পলাতক।

মৌলভীবাজারের কমলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের কোদালের আঘাতে কৃষ্ণ কান্ত সিংহ (৫৫) খুন হয়েছেন।উপজেলার ইসলামপুরে কালারায় বিল গ্রামে গত ২৬ নভেম্বর সকালে ঘটনাটি ঘটে।সোমবার রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে কৃষ্ণ সিংহের মৃত্যু হয়। কমলগঞ্জ থানায় কৃষ্ণ সিংহের মেয়ে রমা সিনহা চাচা লাল মোহন সিংহের (৩০) বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর থেকে লাল মোহন স্বপরিবারে পলাতক।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বড় ভাই কৃষ্ণ সিংহের সঙ্গে লাল মোহন সিংহের বিরোধ চলছিল। লাল মোহন কুলাউড়া ইউএনও অফিসে ডুপ্লিকেটিং অপারেটর পদে চাকরি করেন।কৃষ্ণ সিংহের শ্যালক রুনু রঞ্জন সিংহ নিউজবাংলাকে জানান, কৃষ্ণ সিংহের তিন মেয়ে। তিনটি মেয়ের বিয়ে হলেও ছোট মেয়ে মা অমলা সিনহার সঙ্গে বাড়িতে থাকেন। ছেলে না থাকায় বড় ভাইয়ের জমি-জমার প্রতি ছোট ভাইয়ের দৃষ্টি পড়ে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে জমিতে কথাকাটাকাটির এক পর্যায়ে কৃষ্ণ সিংহকে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন লাল মোহন। তাকে প্রথমে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সিলেট ওসমানী মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে সোমবার রাত ৮টায় তার মৃত্যু হয়।

রুমা সিনহা নিউজবাংলাকে বলেন, ‘তার বাবাকে চাচা পরিকল্পিতভাবে হত্যা করেছেন।’

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন কৃষ্ণ সিংহ। মেয়ের অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে।’

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি।

 

এ বিভাগের আরো খবর