এক মাছ কিনতে ভিড় করেছেন শতধিক মানুষ। শুধু কী কিনতে, মাছটি দেখতে ভিড় করেছেন আরও কয়েকশ মানুষ। প্রবাদ বাক্যের ‘মাছের বাজার’ কথাটির সার্থকতা দেখা গেছে ময়মনসিংহের নান্দাইল মাছ বাজারে।
এই ভিড় মূলত ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছের কারণে।
বাজারে সচরাচর এমন বড় মাছ ওঠে না, ৩০ কেজির বাঘাইড় মাছের খবরে উৎসুক জনতা ভিড় জমান মাছটি একনজর দেখতে। আর সুযোগ বুঝে কেউ তুলেছেন সেলফি।
মাছটির বিক্রেতা তার দাম হেকেঁছেন এক লাখ টাকা।
মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইল পৌর মাছ বাজারে বাঘাইড় মাছটি দেখা যায়। মাছটি নেত্রকোণা হাওড় এলাকা থেকে কিনে এনেছেন নান্দাইল চৌরাস্তার আড়তদার মোস্তফা আলী।
মোস্তফা আলী বলেন, ‘মাছটি বাজারে তোলার পর ক্রেতার চেয়ে উৎসুক মানুষ বেশি ভিড় করছেন। এখন পর্যন্ত মাছটি ৬০ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে। তবে এখনো বিক্রি করিনি। আর কিছু দাম উঠলেই বিক্রি করে দেব।
তিনি বিভিন্ন সময় নানা অঞ্চল থেকে বড় মাছ কিনে সেই বাজারে বিক্রি করে করে বলে জানান।
মাছটি কেজি হিসেবে বিক্রির জন্য অনুরোধ করেছেন অনেকেই। উপযুক্ত দাম পাওয়া না গেলে কেটে বিক্রি করবেন বলেও জানান মোস্তফা।
কথা হয় কয়েকজন ক্রেতার সঙ্গে। তারা জানান, তাদের একার পক্ষে মাছটি কেনা সম্ভব নয় বলে অনেকেই মিলে ভাগাভাগি করে কেনার জন্য অপেক্ষায় ছিলেন।