জামালপুরের সরিষাবাড়ীতে মাহিন মিয়া নামে ১১ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মাহিনের মায়ের ভাষ্য, তিনি বাহির থেকে ঘরে পান খেতে ঢুকে দেখেন মাহিন ঘরের ধর্ণার সঙ্গে ফাঁসে ঝুলে আছেন।
মঙ্গলবার বিকেলে সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের চিতুলিয়া গ্রামের নিজেদের ঘর থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মাহিন ওই গ্রামের সুরুজ্জামানের ছেলে। সে পিংনা তালিমুল কোরআন কওমী মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
মাহিনের বাবা সুরুজ্জামান ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। মেয়ে বিভা ও ছেলে মাহিনকে নিয়ে তার স্ত্রী মাকসুদা নিজ বাড়িতেই থাকেন।
নিহতের মা মাকসুদা বেগম নিউজবাংলাকে জানান, সকাল ১১টার দিকে তিনি ঘরের বাইরে ছিলেন। পান খাওয়ার জন্য ঘরে গেলে দেখেন মাহিন ফাঁসিতে ঝুলছে। কীভাবে এমন ঘটনা ঘটল তার কিছুই জানেন না তিনি।
খবর পেয়ে তারাকান্দি তদন্তকেন্দ্রের পুলিশ মাহিনের মরদেহ উদ্ধার করে সরিষাবাড়ি থানায় পাঠিয়েছে বলে জানান তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মুহাম্মদ তরিকুল ইসলাম।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘মাহিনের আত্মহত্যা করেছে বলে দাবি করছে মাহিনের স্বজনরা।’
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, মাহিন আত্মহত্যা করেছে বলে দাবি করছে স্বজনরা। পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় কোনো মামলা হবে না, এমনকি ময়নাতদন্ত না করার আবেদন করলে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
মাহিন কেন আত্মহত্যা করেছে, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘এ বিষয়ে মাহিনের পরিবার পুলিশকে কিছু জানায়নি।’