জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধীতাকারী, সাম্প্রদায়িক মৌলবাদী চক্রের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
মঙ্গলবার বিকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, গ্রুপ থিয়েটার ফেডারেশন ও গ্রাম থিয়েটার এসব কর্মসূচি আয়োজন করে।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য কবি নাজমুল হোসেন আকাশ সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন নাট্যজন সৈয়দ দুলাল, মিজানুর রহমান, অধ্যাপক শাহ্ সাজেদা, শুভংকর চক্রবর্তী, রহিমা সুলতানা কাজল, মিন্টু কুমার কর, স্নেহাংশু বিশ্বাস, কবি হেনরী স্বপন।
নাজমুল হোসেন আকাশে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতাকারীদের মোকাবিলা করা হবে। ভাস্কর্য নির্মাণে বাধা আসলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি প্রতিহত করবে।’