বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছদ্মবেশী ম্যাজিস্ট্রেটের কাছে ধরা দালাল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ ডিসেম্বর, ২০২০ ২০:১৭

রংপুর নগরীর জোনাল সেটেলমেন্ট, বিআরটিএ, পাসপোর্ট অফিসহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে ছদ্মবেশে সেবা প্রত্যাশী সেজে অভিযানে যান মাহমুদ হাসান।

সরকারি অফিস দালালমুক্ত করতে ব্যতিক্রম পদ্ধতিতে মাঠে নেমেছে রংপুরের প্রশাসন। সেই অভিযানে মঙ্গলবার দুই দালালকে আটক করে কারাদণ্ড দেয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা সেবা প্রত্যাশী হয়ে ছদ্মবেশে ওই অভিযান পরিচালনা করেছেন।  

রংপুর নগরীর জোনাল সেটেলমেন্ট, বিআরটিএ, পাসপোর্ট অফিসহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে ছদ্মবেশে সেবা প্রত্যাশী সেজে অভিযানে যান মাহমুদ হাসান। 

সেখানে তিনি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কাগজ নিয়ে কয়েকজনকে কথা বলতে দেখতে পান। এ সময় সন্দেহভাজনের সঙ্গে কথা বলে পুলিশের সহায়তায় দালাল চক্রের দুইজনকে আটক করেন তিনি।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দালালি কাজে নিয়োজিত থাকার কথা স্বীকার করলে নগরীর মুন্সিপাড়ার লাভলু হোসেনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান দেন তিনি। জোনাল সেলেটমেন্ট অফিসে দালালির কাজের জন্য দুলাল ঘোরাফেরা করার প্রমাণ পাওয়া গেছে। 

অন্য দিকে বিআরটিএ কার্যালয়ে ছদ্মবেশে চালানো অভিযানের সময় দালাল চক্রের আরেকজনকে আটক করা হয়েছে। আটক সাতগাড়া মিস্ত্রিপাড়ার রবিউল ইসলাম। তাকে দুই দিনের কারাদণ্ড প্রদান দিয়েছে আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, ‘দালাল চক্রের জন্য বিভিন্ন সরকারি দফতরে সেবাগ্রহীতাদের হয়রানির শিকার হচ্ছে এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। তাদের হাত থেকে সেবাগ্রহীতাদের বাঁচাতে জেলা প্রশাসকের নির্দেশে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। আজ দুজনকে আটক করে কারাদণ্ড দেয়া হয়েছে।’

এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো খবর