হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়ার ১৫ দিনের মধ্যেই বরিশাল কেন্দ্রিয় কারাগারে ৮১ বছর বয়সী এক কয়েদির মৃত্যু ঘটেছে।
সোমবার রাতে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালের (শেবাচিম) প্রিজন ওয়ার্ডে কাঞ্চন পাটোয়ারি নামের ওই ব্যক্তি মারা যান। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার জাহানপুর গ্রামে।
বরিশাল কেন্দ্রিয় কারাগারের সুপার মো. শাহ আলম জানান, ২০১৩ সালে রশিদ হত্যা মামলায় এ বছরের ১৫ নভেম্বর ভোলা জেলা ও দায়রা জজ আদালত কাঞ্চন পাটোয়ারীসহ ১৪ জনকে যাবজ্জীবন সাজা দেয়।
১৭ নভেম্বর কাঞ্চন পাটোয়ারীকে ভোলা জেলা কারাগার থেকে বরিশাল কেন্দ্রিয় কারাগারে পাঠানো হয়।
জেল সুপার জানান, বরিশাল কারাগারে আনার পর থেকেই কাঞ্চন পাটোয়ারী শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার তাকে হাসপাতালের প্রিজন ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে সোমবার রাতে তিনি মারা যান।