বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কালভার্টের গর্তে ট্রাক, ১৩টি গরু ও প্রহরীর মৃত্যু

  •    
  • ১ ডিসেম্বর, ২০২০ ১৯:০৩

স্থানীয়রা জানান, ঢাকা-শেরপুর মহাসড়ক সম্প্রসারণ কাজ চলছে। এর অংশ হিসেবে কুর্শাবাদাগৈড় এলাকায় একটি কালভার্ট নির্মাণের জন্য রাস্তায় গভীর গর্ত করা হয়েছে। কিন্তু সেখানে সতর্কতামূলক কোনো নোটিশ ছিল না; ছিল না আলোর ব্যবস্থাও।

শেরপুরের নকলা উপজেলায় গরু বোঝাই একটি ট্রাক কালভার্ট নির্মাণের গর্তে পড়ে ১৩টি গরু ও এক প্রহরীর মৃত্যু হয়েছে।

সোমবার গভীররাতে উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকটির চালক ও তার সহকারী।

নিহত সোরহাব আলী উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে।

আহত নবী হোসেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মাঝিরকোনা গ্রামের শওকত আলীর ছেলে ও মোখলেছ মিয়া পাবদা কাঠালিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।স্থানীয়রা জানান, ঢাকা-শেরপুর মহাসড়ক সম্প্রসারণ কাজ চলছে। এর অংশ হিসেবে কুর্শাবাদাগৈড় এলাকায় একটি কালভার্ট নির্মাণের জন্য রাস্তায় গভীর গর্ত করা হয়েছে। কিন্তু সেখানে সতর্কতামূলক কোনো নোটিশ ছিল না; ছিল না আলোর ব্যবস্থাও।

সোমবার রাত দুইটার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি গরু বোঝাই ট্রাক ওই গর্তে পড়ে উল্টে যায়। এ সময় কালভার্ট নির্মাণ কাজের প্রহরী ট্রাকটির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের ৩২টি গরুর মধ্যে ১৩টি ঘটনাস্থলে মারা যায়। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, ১৯টি গরু জীবিত অবস্থায় উদ্ধার করে থানায় নেওয়া হেয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

এ বিভাগের আরো খবর