বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বরিশালে দুই পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা

  •    
  • ১ ডিসেম্বর, ২০২০ ১৮:৫২

উজিরপুর ও বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয়জন ও কাউন্সিলর পদে ৬২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয়জন ও কাউন্সিলর পদে ৬২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার সকাল থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে তারা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

উজিরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন বেপারী সকালে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেন। দল থেকে তিনি দ্বিতীয়বারের মত মনোনয়ন পেয়েছেন। মেয়র পদে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী শহিদুল ইসলাম দুপুরে মনোনয়নপত্র জমা দেন। কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৩ প্রার্থী।

বাকেরগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে লড়ছেন তিন প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া নেতাকর্মী নিয়ে সকালে মনোনয়নপত্র জমা দেন। তিনি দ্বিতীয়বারের মত এবারও মনোনয়ন পেয়েছেন। বিএনপি প্রার্থী মনিরুজ্জামান মনির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা খলিলুর রহমান দুপুরের দিকে মনোনয়পত্র জমা দিয়েছেন। দিনভর ধাপে ধাপে ২৯ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

২৮ ডিসেম্বর বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো খবর