নওগাঁর পত্মীতলা উপজেলার নজিপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে গুরুতর জখম হয়েছেন এক নারী। আহত অবস্থায় নির্যাতনের ভিডিও ফেসবুকে আপলোড করেই অজ্ঞান হয়ে পড়েন তিনি।
রোববার সন্ধ্যায় নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন জোহা হোমিও হলের সামনে এ ঘটনা ঘটে।
তহুরা বানু ইতি নামে ওই নারী পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার মাথায় ৫টি সেলাই দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নজিপুর পৌরসভার ছোট চাঁদপুর মহল্লার হোমিও চিকিৎসক সামসুজ্জোহা বাবুর সঙ্গে তার ছোট বোন তহুরা বানু ইতি বেশ কিছু দিন ধরে পৈতৃক জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল।
রোববার সন্ধ্যায় ইতি তার বড় ভাই সামসুজ্জোহার হোমিও ওষুধের দোকানে গিয়ে সম্পত্তি ফেরত দেয়ার জন্য বলেন। এসময় বাগবিতণ্ডার এক পর্যায়ে সামসুজ্জোহা ছোট বোনকে মারধোর করেন। এতে ইতির মাথা ফেটে গেলে তিনি পালিয়ে যান।
স্থানীয়রা আরও জানান, আহত অবস্থাতেই ইতি নির্যাতনের বর্ণনা দিয়ে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। এরপর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
অভিযোগের ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য সামসুজ্জোহাকে ফোন করেও পাওয়া যায়নি।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি।